বহু বছর কোনো উৎসবমুখর জাতীয় নির্বাচন হয় না বাংলাদেশে। উচ্চ বিদ্যাপীঠগুলোতেও ছিল অলিখিত নির্বাচনী নিষেধাজ্ঞা। ছাত্রছাত্রীদের প্রতিনিধি বাছাইয়ের আনন্দমুখর ঐতিহ্যের কথা ভুলেই গেছে ক্যাম্পাসগুলো। ছয় বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ বা ডাকসুর যে নির্বাচন হয়, সেটাও জালিয়াতি ও বিতর্কের শিকার ছিল। দমবন্ধ ওই অবস্থা থেকে বিদ্যাপীঠগুলোকে মুক্তি দিয়েছে চব্বিশের গণ-অভ্যুত্থান।
প্রধান প্রধান ক্যাম্পাসে শিক্ষার্থীরা আবার প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পাচ্ছে। ডাকসু, জাকসু এবং রাকসুতে নির্বাচনের আয়োজন শুরু হয়ে গেছে। বহুকাল পর ক্যাম্পাসে ক্যাম্পাসে বাড়তি প্রাণের হিল্লোল এখন।
চব্বিশের আন্দোলনে যেসব শিক্ষার্থী ও সংগঠন নেতৃত্ব দিয়েছে, পরিশ্রম করেছে, গঠনমূলক ভূমিকা রেখেছে, এই নির্বাচনী উৎসব তাদের বড় অবদান। নির্বাচন যেন সুষ্ঠু হয়, প্রচারে যেন আনন্দমুখর পরিবেশ বজায় থাকে, সেটা নিশ্চিত করাও এই শিক্ষার্থীদের দায়িত্ব হিসেবে থাকবে।
