Dhakainfo24
ঢাকাThursday , 21 August 2025
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রবি এলিট গ্রাহকদের জন্য স্যাভয় আইসক্রিমে সর্বোচ্চ ১৫% ছাড়

ঢাকা ইনফো২৪
August 21, 2025 10:30 am
Link Copied!

রবি এলিট তার প্রিমিয়াম সদস্যদের জন্য উন্নত লাইফস্টাইল অভিজ্ঞতা দিতে স্যাভয় আইসক্রিমের সঙ্গে অংশীদার হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে রবি এলিট সদস্যরা স্যাভয় আইসক্রিমের নির্দিষ্ট বান্ডেলে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় এবং ঢাকার ভেতরে ফ্রি হোম ডেলিভারি উপভোগ করতে পারবেন। এছাড়াও স্যাভয়ের এলিট স্কোপ ও মিল্কশেক পণ্যে ১০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা।

সম্প্রতি রাজধানীতে এ বিষয়ে রবি আজিয়াটা পিএলসি এবং স্যাভয় আইসক্রিমের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে রবি আজিয়াটার পক্ষে উপস্থিত ছিলেন রবির হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরী, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সল্যুশন্স) মানিক লাল দাস, প্রমুখ।

স্যাভয় আইসক্রিমের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর এস. নাভিদ আলম, সিনিয়র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার মো. ওয়াকিদ হায়দার, সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ইশান শবুক্তগীন ও সৈয়দ সাইরাস তারান্নূর প্রমুখ।

গ্রাহকরা রবির অফিসিয়াল ওয়েবসাইট এবং মাই রবি অ্যাপ থেকে এ অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এ ছাড়া সহজে অফারটি পেতে মোবাইল থেকে REW ELITESAVOY লিখে ১২১৩ নম্বরে এসএমএস (চার্জ ফ্রি) পাঠালেই চলবে।

রবি এলিট হলো মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসির একটি প্রিমিয়াম গ্রাহক সেবা ও রিওয়ার্ডস প্রোগ্রাম। রবি এলিট সদস্যরা বিভিন্ন বিশেষ অফার, ডিসকাউন্ট, প্রায়োরিটি সার্ভিস ও লাইফস্টাইল সুবিধা উপভোগ করতে পারেন।

ঢাকা ইনফো২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।