Dhakainfo24
ঢাকাThursday , 21 August 2025
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

স্যামসাং নাকি আইফোনের মেরামত খরচ বেশি?

ঢাকা ইনফো২৪
August 21, 2025 10:42 am
Link Copied!

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম প্রায় সমান হলেও, মেরামতের খরচ দিক দিয়ে দুই ফোনের মধ্যে পার্থক্য চোখে পড়ে। ডিসপ্লে, ব্যাটারি বা ব্যাক প্যানেল ক্ষতিগ্রস্ত হলে কোন ফোন সারাতে বেশি খরচ হবে এবং সেকেন্ড হ্যান্ড বিক্রিতে কোনটি বেশি লাভ দেবে, তা দেখা যাক।

ডিসপ্লে মেরামতের খরচ


বিজ্ঞাপন


স্মার্টফোনের সবচেয়ে বড় সমস্যা হল ডিসপ্লে ভাঙা। স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রার ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হলে নতুন ডিসপ্লে লাগাতে খরচ পড়বে প্রায় ২০–২৫ হাজার টাকা।

আইফোন ১৬ প্রো ম্যাক্সের ক্ষেত্রে এই খরচ অনেক বেশি; নতুন ডিসপ্লে লাগাতে ব্যবহারকারীকে দিতে হবে ২৫–৪৫ হাজার টাকা।

ব্যাটারি মেরামত

স্যামসাং এস২৫ আল্ট্রার ব্যাটারি পরিবর্তনের খরচ সাধারণত ৫–৭ হাজার টাকার মধ্যে হয়। কিন্তু আইফোন ১৬ প্রো ম্যাক্সের ক্ষেত্রে ব্যাটারি মেরামতের খরচ অনেক বেশি, প্রায় ৭–১২ হাজার টাকা।


বিজ্ঞাপন


ব্যাক প্যানেল মেরামত

দুই ফোনের ব্যাক প্যানেলই কাচ দিয়ে তৈরি। হাত থেকে পড়ে গেলে বা টেবলে রাখার সময় ফেটে যেতে পারে।

স্যামসাং এস২৫ আল্ট্রার ব্যাক প্যানেল সারাতে খরচ ৮–১২ হাজার টাকা।

আইফোন ১৬ প্রো ম্যাক্সের ব্যাক প্যানেল সারাতে খরচ ১৫–২৫ হাজার টাকা।

সেকেন্ড হ্যান্ড বিক্রি ও লাভের সুযোগ

পুরনো ফোন বিক্রির ক্ষেত্রে আইফোন ১৬ প্রো ম্যাক্সে বেশি অর্থ পাওয়ার সম্ভাবনা থাকে। স্যামসাং অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে সার্ভিস সেন্টার প্রায়শই গ্রাহককে বিকল্প ফোন দিয়ে থাকে। কিন্তু অ্যাপলের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায় না।

ঢাকা ইনফো২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।