যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মা- এ দুজনকে নিয়ে সামাজিকমাধ্যমে আলোচনাটা নতুন কিছু নয়। দুজনের প্রেম থেকে পরিণয়, এরপর পরিণতি এবং শেষে বিচ্ছেদ- সব নিয়েই আলোচনা সমালোচনা হয়েছে অনেক। এখনো তা থামেনি। সম্প্রতি ধনশ্রী মুখ খুলেছেন চাহালের সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে। এরপরই ইনস্টাগ্রামে একটি রহস্যজনক পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটার চাহাল। যদিও সরাসরি কিছু বলেননি তিনি, তবে এ নিয়ে নেটদুনিয়ায় চলছে নানা রকম গুঞ্জণ।
চাহালের পোস্টে দেখা যায়, ইংল্যান্ডের কার্কস্টোন পাসে তোলা কয়েকটি ছবি। সেখানে কখনও পাহাড়ের পটভূমিতে দুই হাত মেলে দাঁড়িয়ে, কখনও বা ভাবনায় ডুবে থাকা চাহালের মুডি ফটো।পোস্টের ক্যাপশন ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চাহাল লিখেছেন, “অনুভূতি অনেক, কিন্তু বলার মতো শব্দ নেই।” চাহালের এমন ক্যাপশন দেখে নেটিজেনদের অনেকেই ভাবছেন, হয়তো, ধনশ্রীর কথার উত্তর দিতেই এমন মন্তব্য চাহালের।
