ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার শেষ নেই। একদিকে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে এশিয়া কাপের সূচি অনুযায়ী মাঠে মুখোমুখি হওয়ার কথা দুই দেশের। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যদিও শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিতে রাজি হয়েছে, তারপরও অনেক ভক্ত ও বিশেষজ্ঞ এখনো দাবি করছেন, ভারতের এশিয়া কাপ বয়কট করা উচিত।
তবে এ নিয়ে মাথা ঘামাতে নারাজ পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তার মতে, ভারত যদি শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে এবং পাকিস্তানের বিপক্ষে না খেলতেও চায়, তারপরও “খেলাটা চলবেই।”
বিজ্ঞাপন
‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে আকরাম বলেন, “এশিয়া কাপের সূচি প্রকাশ হওয়ার পর কিছু সমালোচনা হচ্ছে, কিন্তু আমরা পাকিস্তানে বেশ শান্ত। খেলাটা হোক বা না হোক, আমরা ঠিকই থাকব। ম্যাচটা হতেই হবে।”
এশিয়া কাপে যদি ভারত-পাকিস্তান উভয় দলই ফাইনালে পৌঁছায়, তাহলে অন্তত তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। তবে শুধু এই তিন ম্যাচেই মন ভরবে না আকরামের। পাকিস্তানের সাবেক এই পেসার ভারতের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজ দেখতে চান নিজের জীবদ্দশাতেই। তিনি বলেন, “আমি আশা করি, আমার জীবদ্দশায় ভারত ও পাকিস্তানের মধ্যে একটা টেস্ট সিরিজ দেখতে পারব।”
ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রসঙ্গে সাবেক এই ক্রিকেটার বলেন, “আমি রাজনীতিবিদ নই। ওরা তাদের দেশের প্রতি দেশপ্রেম দেখায়, আমরাও আমাদেরটা দেখাই। নিচে নামার কিছু নেই। নিজের দেশের জয়গাথা বলুন, পাকিস্তান যেমন বলবে, ভারতও বলবে। বলাটা সহজ, কিন্তু বাস্তবে কঠিন।”
