ফিলিস্তিনে নারকীয় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে নরওয়ে। অনেক দেশই ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করলেও আর্লিং হলান্ডের দল খেলবে। তবে এ ম্যাচের টিকিট বিক্রি থেকে যে আয় হবে তা গাজায় মানবিক সহায়তায় ব্যয় করার ঘোষণা দিয়েছে নরওয়ের ফুটবল ফেডারেশন।
অক্টোবরের ১১ তারিখে ওসলোতে ইসরায়েলের মুখোমুখি হবে নরওয়ে। এই ম্যাচের টিকিট বিক্রির মাধ্যমে যা আয় হবে, তা সরাসরি গাজায় সক্রিয় কোনো মানবিক সহায়তাকারী সংস্থায় দান করা হবে বলে জানিয়েছেন নরওয়ের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লিস ক্লাভেনেস। তিনি বলেন, “গাজায় দীর্ঘদিন ধরে যেভাবে বেসামরিক মানুষের ওপর অতিরিক্ত মাত্রায় আক্রমণ চলছে, তা আমরা আর উপেক্ষা করতে পারি না। প্রতিদিন যারা গাজায় প্রাণ রক্ষা করছে এবং মাঠে জরুরি সহায়তা দিচ্ছে, তাদের সহায়তায়ই আমরা এই অর্থ দিতে চাই।”
বিজ্ঞাপন
এখনো স্পষ্ট নয় যে, এই ম্যাচ থেকে ঠিক কত টাকা আয় হবে। আগামী সপ্তাহ থেকে টিকিট বিক্রি শুরু হবে। নরওয়ের এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলি ফুটবল ফেডারেশন। তারা এক বিবৃতিতে বলেছে, নরওয়েকে ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের হামলা ও জিম্মি নেওয়ার ঘটনারও নিন্দা জানানো উচিত। ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ-এ প্রথম প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে, “নরওয়ে যেন নিশ্চিত করে যে এই অর্থ সন্ত্রাসী সংগঠন কিংবা তিমি শিকারকে উৎসাহিত করতে ব্যবহৃত না হয়।”
নরওয়ের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা এবং স্থানীয় পুলিশের সঙ্গে তারা যৌথভাবে নিরাপত্তা পরিকল্পনা করছে। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে স্টেডিয়ামে প্রায় তিন হাজার টিকিট কম দেওয়া হতে পারে। উলেভাল স্টেডিয়ামে সাধারণত জাতীয় দলের ম্যাচে ২৬ হাজার দর্শক থাকে।
গত অক্টোবর থেকে নিরাপত্তা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক কোনো ম্যাচ আয়োজন করতে পারছে না ইসরায়েল। তাই হাঙ্গেরিতে নরওয়ের বিপক্ষে ‘হোম’ ম্যাচ আয়োজন করেছিল তারা, যেখানে ৪-২ গোলে হেরে যায় ইসরায়েল। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে আগামী দুই মাসে ইসরায়েলের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলবে ইতালি। এর আগেই, ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ইতালিয়ান ফুটবল কোচ অ্যাসোসিয়েশন।
সংস্থাটি ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে একটি চিঠি পাঠিয়েছে, যা উয়েফা ও ফিফার কাছেও পাঠানোর কথা রয়েছে। সেখানে লেখা আছে, “ইসরায়েলকে থামতেই হবে। ফুটবলকেও এখন পদক্ষেপ নিতে হবে।”
