গত বছরের এপ্রিলে শুরু হয় কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের যাত্রা। ‘তাতি’, ‘মালো মা’র পর ওয়ারফেজ ব্যান্ডের ‘অবাক ভালোবাসা’ গানটি প্রকাশ পায়। শ্রোতাদের আগ্রহ সত্ত্বেও গত এক বছরের বেশি সময় ধরে কোনো গান উপহার দেয়নি কোক স্টুডিও বাংলা।
অবশেষে ফিরছে কোক স্টুডিও বাংলার সিজন ৩। আবারও শুরু হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে আইকনে পরিণত হওয়া কোক স্টুডিও বাংলার মিউজিক্যাল ফিউশন। আগামী ২৩ আগস্ট থেকে দেশের দর্শক-শ্রোতারা উপভোগ করতে পারবেন কোক স্টুডিও বাংলা গান।
এরইমধ্যে সিজন ৩-এর তিনটি চার্ট-টপ গান প্রকাশ পেয়েছে। সর্বশেষ গানটি ছিল ওয়ারফেজ ব্যান্ডের গান ‘অবাক ভালোবাসা’। সিজন ৩ -এর নতুন ছয়টি গান আসছে। যেখানে তারকা শিল্পীদের পাশাপাশি থাকছেন উদীয়মান শিল্পীরা। যা সৃজনশীলতার সীমা আরও প্রসারিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার বলেন, ‘আবারও আমাদের শ্রোতাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। শুরু থেকেই কোক স্টুডিও বাংলা সবচেয়ে সুন্দর ও সৃজনশীলভাবে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সঙ্গীতের ঐতিহ্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সিজনের বাকি অংশে থাকছে বেশ কিছু অসাধারণ মুহূর্ত ও চমক, যেগুলো দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
