চিরসবুজ অভিনেতা আফজাল হোসেন অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও সিদ্ধহস্ত। নিয়মিত সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয়ে মনের ভাব প্রকাশ করেন। এবার সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথার চুরি নিয়ে নিজের মন্তব্য প্রকাশ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) নিজের ফেসবুক আফজাল লিখেছেন, ‘বাঙালি দুঃখ পেতে ভালোবাসে, তাই সিনেমা, নাটক, উপন্যাস, গান- এসব উপভোগ্য করে তুলতে যত্ন করে অনেক দুঃখ ভরে দেয়া হয়। সেই ছোটবেলা থেকে দেখে আসছি, যে সিনেমা খুব কাঁদাতে পারে সে সিনেমার নাম মহা আনন্দের খবর হয়ে মুখে মুখে ছড়িয়ে পড়ে। মানুষ বেশি দাম দিয়ে টিকিট কেটে হুড়মুড় হুলুস্থুল করে সে সিনেমা দেখতে যায়। ভাবা যায়, দুঃখ ভারাক্রান্ত হতে, কাঁদবার জন্য একই সিনেমা দর্শক অনেকবার দেখে। অনেককে পকেটের পয়সা খরচ করে দেখাতেও নিয়ে যায়। একেই বলে পয়সা দিয়ে দুঃখ কেনা।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
